সতর্কতা আগেই দিয়ে রেখেছিলেন মাশরাফি। জিম্বাবুয়ে যে খুব একটা সহজ প্রতিপক্ষ হবেনা, এই বিষয়ক বার্তা দিয়েছিলেন সাকিবও।
আর বাংলাদেশের এই দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী সফল করতেই যেন জিম্বাবুয়ে আজ মরিয়া হয়ে চড়াও হলো এই দুজনার ওপরেই। আর মারমুখী জিম্বাবুয়ে তাদের ইনিংস শেষ করলো ১৬৩ রানের সম্মানজনক স্কোরে।
আজ খুলনার শেখ নাসের স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আর ইনিংস শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলা শুরু করে দুই ওপেনার সিবান্দা ও মাসাকাদজা। এবং দূর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই শতরান পূর্ণ করে ফেলেন এই দুইজন। দুই ওপেনারের সামনে রীতিমত অসহায় ছিলেন সাকিব, মাশরাফি, আলামিনরা। দলীয় ১০১ রানে সিবান্দা ব্যক্তিগত ৪৬ রানে আউট হলেও মাসাকাদজা নিজের ফিফটি তুলে নেন। শেষপর্যন্ত ৭৯ রানে আউট হন তিনি।
তবে এই ব্যাটসম্যান ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি ক্রিজে। একসময় মনে হচ্ছিলো হয়তোবা ২০০ রানের মাইলফলক পার করে ফেলবে জিম্বাবুয়ে। তবে তা হতে দেননি মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া আলামিন ২ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে। এই দুই জনের বোলিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের ইনিংস দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান।
স্কোর :
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৬৩/৭ (মাসাকাদজা ৭৯, সিবান্দা ৪৬; মুস্তাফিজ ২/১৮, আলামিন ২/১৪)
জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে বাংলাদেশ। তামিমের সাথে ওপেন করতে নেমেছেন সৌম্য সরকা
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)